পোস্টগুলি

Surah Nas লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সূরা নাস সম্পূর্ণ বাংলা উচ্চারণ ও সূরা আল-নাসের বাংলা অর্থ

ছবি
সূরা আন-নাস সূরা আন-নাস বা সূরা নাস মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল-কোরাআনের সর্বশেষ অর্থাৎ 114 তম সূরা। এই সূরাটি তে আল্লাহর কাছে সাহায্য বা প্রার্থনা চাওয়া হয়  শয়তানের অনিষ্ট থেকে।  এই সূরা (সূরা আন নাস) এবং এর পূর্ববর্তী সূরা আল-ফালাককে এক সঙ্গে বা  একত্রে  মু'আওবিযাতাইন  (আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দুইটি সূরা) বলে উল্লেখ হয়। ঘুমিয়ে পড়ার আগে বা অসুস্থ থাকলে অসুস্থ অবস্থায়  এই সূরা পড়া একটি সুন্নত। আমাদের প্রিয় নবী করীম হযরত মুহাম্মাদ (সাঃ)- অসুস্থ অবস্থায় এই সূরা পাঠ করেছেন।  আরবি নামঃ সূরা নাসের আরবি না ম হলো  الناس আরবি নামের বাংলা অর্থঃ সূরা নাসের আরবি নামের বাংলা অর্থ হলো  মানবজাতি।  আয়াত সংখ্যা এবং অবতীর্ণের অনুক্রমঃ সূরা নাসের আয়াত সংখ্যা হল 6 এবং এর অবতীর্ণের অনুক্রম হলো 21 . অর্থাৎ সূরা আন-নাস 21 ধাপে অবতীর্ণ হয়েছিলো। অবতীর্ণের স্থানঃ   সূরা নাস হলো একটি মক্কী সূরা। অর্থাৎ, এই সূরাটি মক্কায় নাযিল হয়েছিলো। তবে কিছু কিছু বর্ণনায় এই সূরাকে মদিনায় অবতীর্ণ হিসেবেও উল্লেখ করা হয়। সেই ক্ষেত্রে এটি একটি মাদানী সূরা। তবে এই সূরা স...